নিজস্ব প্রতিনিধিঃকরোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ৫৫ জন বিচারপতি।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে তারা টিকা নেন।
এ তথ্য নিশ্চিত করে সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন এবং হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এছাড়া সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিররা দ্বিতীয় ডোজ নিয়েছেন।