সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী ঃপটুয়ালীতে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে নিউমার্কেট ব্যবসায়ীরা ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করেছে। আজ ৭এপ্রিল বেলা ১১টায় পটুয়াখালী শহরের পৌর নিউ মার্কেট চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালিন সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনির হোসেন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল হোসেন লিটন, সহ-সভাপতি আঃ রহিম মোল্লা, সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ রাজিব, সহ-সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর। এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দিতে সরকারের কাছে জোর দাবী জানায়। আসন্ন পহেলা বৈশাখ ও ঈদ সামনে রেখে দোকানপাট খুলে দেওয়া না হলে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে। মানববন্ধন কর্মসূচিতে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির শত শত ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।