ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে রোববার (২৮ মার্চ) রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এদিন জেলার সরাইলে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার কিছু পর ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোড মোড়ে খাটিহাতা হাইওয়ে থানার সামনে জলকামানে অগ্নিসংযোগ করেন হরতাল সমর্থকরা। এসময় হাইওয়ে থানায়ও হামলার ঘটনা ঘটে। পুলিশ গুলি চালায়।
নিহতদের মধ্যে কালন মিয়ার বাড়ি উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামে। তার বড় ভাই মাওলানা আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, পুলিশের গুলিতে তার ভাই নিহত হয়েছেন। নিহত আরেকজন হলেন উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর ছেলে আল আমীন । হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।