আরিফ হোসেন,বিশেষ প্রতিনিধি :ইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গৌরনদী উপজেলার বাটাজোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। আসন্ন ১১ এপ্রিল ইউপি নির্বাচনে বাটাজোর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাসীর উন্নয়ন ও সেবা করার লক্ষ্যে মেম্বার প্রার্থী হয়েছেন উদীয়মান তরুণ পরিশ্রমী, সৎ, শিক্ষিত মো.মিজানুর রহমান। বৃহস্পতিবার গৌরনদী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি প্রতীক হিসাবে ফুটবল বরাদ্দ পান। তিনি উন্নয়ন করার সুযোগ চেয়ে ফুটবল প্রতীকে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন। মিজানুর রহমান সবার সর্বাত্বক সহযোগীতা, সমর্থন ও দোয়া কামনা করে নির্বাচনীয় প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন। নির্বাচন কমিশন কর্তৃক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আশ্বাসে আমি প্রার্থী হয়েছি। আশা করি রিটার্নিং কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তিনি বলেন, সমাজে ধনী, গরিব, সহায়–সম্বলহীন নানা রকম মানুষের বাস। শিক্ষিত, অশিক্ষিত সবাইকে নিয়েই সমাজ। সমাজে পিছিয়ে পরা মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই হলো সমাজসেবা। আর এই সমাজ সেবার মুলমন্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার ব্রত নিয়ে সকলের কাছে দোয়া চাইছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান মিজানুর রহমান ।