নিজস্ব প্রতিনিধিঃআগামী ১১ এপ্রিল বরিশাল জেলার ৫০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সামনে রেখে এরি মধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে সরকার দলীয় বাংলাদেশ আওয়ামী লীগ।
প্রথম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকার টিকেট পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম তুলে দিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বরিশাল নগরীর শহীদ সোহেল চত্ত্বরে দলীয় কার্যালয়ে স্ব স্ব উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ’র উপস্থিতিতে মনোনয়ন ফরম বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
ফরম বিতরণকালে সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যাঁরা মনোনয়ন পাননি তাদের অভিমান করে থাকলে চলবে না। প্রধানমন্ত্রীর মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেননা দল যাঁকে মনোনয়ন দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি। কোন ব্যক্তি নয়, বরং নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, বাকেরগঞ্জ উপজেলা মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী, বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার, আ’লীগ নেতা অ্যাডভোকেট মিলন ভূঁইয়া প্রমুখ।