মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে নেশার টাকা না পেয়ে নামে মাকে নির্মমভাবে কুড়াল দিয়ে পিটিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে রথিন জয়ধরের (২৬) বিরুদ্ধে।
নিহতের নাম সোনেকা (৫০)। তিনি কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী।
এ হত্যার ঘটনায় ছেলে রথিনকে আটক করেছে ডাসার থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে জেলার উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, রথিন জয়ধর তার মা সোনেকার কাছে গাঁজা কেনার জন্য টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে রথিন ক্ষিপ্ত হয়ে একটি কুড়াল দিয়ে তার মা সোনেকাকে পিটিয়ে হত্যা করে।
এসময় তাকে বাধা দিলে তার বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা এসে জয়ধরকে আটকে রেখে উপজেলার ডাসার থানা পুলিশে সোপর্দ করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত সোনেকার স্বামী রাধেশ্যাম জয়ধর আহত অবস্থায় জানান, গাঁজার টাকার জন্য নিজের মাকে মেরে ফেলেছে। আমাকেও মারতে চেয়েছিল। সে নেশার জন্য পাগল হয়ে গেছে। কে বাবা কে মা বুজতেছে না।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, মাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।