খুলনা প্রতিনিধিঃ দাকোপের কাকড়াবুনিয়া রাশখোলা এলাকায় আত্মঘাতি ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্টেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস দাকোপ ইউনিয়নের রাশখোলা মন্দির সংলগ্ন এলাকায় এক অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে আত্মঘাতি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ড্রেজার কর্মচারী বাগেরহাট জেলাধীন মোংলা থানার আমড়াতলা গ্রামের আমজেদ শেখের পুত্র মুনতাসিন শেখ (২৩) ও একই এলাকার রুস্তুম শেখের পুত্র রাসেল শেখ (২৩) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বালি উত্তোলনকারী হিসাবে দাকোপ সদর চালনা বাজারের মৃঃ আবদুর রব আজাদের পুত্র আরাফাত আজাদের নাম প্রকাশ করে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বালু মহল ও মাঠ ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ৫ (১) ধারা লংঘন এবং ১৫ (১) ধারা মোতাবেক আরাফাত আজাদকে ৫০ হাজার জরিমানা করেন।