বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম আসছে নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছেন। তিনি পুনরায় ওই ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থীতা করার উদ্দেশ্য শনিবার দোয়া মোনাজাতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারনা শুরু করেন। পরে শতাধীক নেতাকর্মী ও সমার্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গনসংযোগ করেন। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
জহিরুল ইসলাম ফিরোজ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উপজেলা সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন।