রিয়াজ মোর্শেদ চরফ্যাশন :শুক্রবার চরফ্যাসন-বেতুয়া সড়কে ট্রাকের ধাক্কায় প্রান হারায় এই বৃদ্ধ। নিহত বৃদ্ধ নাসির আহমেদ শিকদার চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়েশা বাগ গ্রামের মৃত ফজর আলী শিকদার এর ছেলে। জানা যায়, নিহত নাসির আহমেদ শিকদার হাটা-চলা করার জন্য বাড়ি থেকে চরফ্যাসন-বেতুয়া সড়কে আসে। এসময় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও সন্ধ্যায় চরফ্যাশন হেলিপোর্ট এলাকায় একটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩জন গুরুতর আহত হলে চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান লিখনের নেতৃত্বে ফায়ার ব্রিগেড তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন লালমোহন ফুলবাগিছা এলাকার সজিব (২০) নয়নিগ্রাম এলাকার মোঃ ইসলাম (২২) ও মোঃ সোহেল (২৩)। চরফ্যাশন থানার ওসি মনির হোসেন বলেন, মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩জন আহত হয়েছেন।