সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী ঃপটুয়াখালীর কলাপাড়া পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার ৩৫৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) দিদার উদ্দীন আহমেদ মাসুম বেপারী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৯৬ ভোট।
সকালে ঘন কুয়াশা উপক্ষা করে উৎসব মুখোর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
রোববার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে এ ৯ ওয়ার্ডের ১০টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই প্রতিটা ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লাখ করা গেছে। প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে। এছাড়া নির্বাচনী মাঠ ২ প্লাটুন বিজিবি, ৬টি মোবাইল টিম ও ৩টি র্যাবর টিম মোতায়ন রয়েছে।
পঞ্চমবারের মত কলাপাড়া পৌরসভায় অনুষ্ঠিত এ নির্বাচনে ১২ হাজার ৮’শ ৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।