আরিফ হোসেন, বাবুগঞ্জ : সাম্প্রতিক গরু চুরি বৃদ্ধি পেয়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলাসহ আশপাশের উপজেলায়। প্রায়ই অভিনব কায়দায় গরু চুরির সংবাদ আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গনমাধ্যমে। গত সপ্তাহে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর এলাকায় গভির রাতে সাইদুল ও ফান্টুর গোয়াল ঘর থেকে ৫টি গরু বের করে নিয়ে যায় চোরচক্র। পরে গরুর মালিক টের পেয়ে এলাকার মসজিদের মাইকে মাইকিং করলে গরু ৫ টি ফেলে পালিয়ে যায় চোর চক্র। ফলে রিতীমত ওই এলাকায় গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে গোয়ালী ও খামারীরা।
আর চুরির আতঙ্কে ঐ গ্রামের গাবতলার পুল এলাকার একজন নিজের পোষা প্রিয় গরুটি নিয়ে বেড়াতে গিয়ে বিস্ময় সৃষ্টি করেছেন!
বেড়াতে যাওয়া ওই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এমনই একটি বিস্ময়কর ঘটনার বর্ননায় বলেন, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের কলস গ্রামে ভাগনির বিয়ে উপলক্ষে ২ দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। গরু চুরির আতঙ্কে নিজের আদরের গরুটি পিকাপে করে সেখানে নিয়ে গিয়েছিলাম। বিয়ের কাজ সম্পন্ন হওয়ায় আজ শনিবার রাতে গরুটি সাথে নিয়ে বাড়ি ফিরলাম।
স্থানীরা বলেন, গবাদিপশু নিয়ে বিপাকে পরেছে খামারিরা। চুরির ঘটনায় দুই একটি সফলতা পুলিশ দেখালেও কাটছে না চুরির আত্মঙ্ক।