বিশেষ প্রতিনিধি : বাবুগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক ও আজকের বার্তার বাবুগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির এর ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারী । এ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার প্রেসক্লাবে সিনিয়র সদস্য মানসিক আলোকিত কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান টুটুল উদ্যোগে বাবুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদে পেশ ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম। দোয়া মোনাজাত এ উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বাবুগঞ্জ আলোকিত কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সাইফুল রহিম। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান টুটু।
২০১৭ সালের এই দিনে হুমায়ুন কবির অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।