ধর্ম ডেস্ক:আখিরাতের স্মরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কবর জিয়ারত। এর মাধ্যমে ইহকালীন অনাসক্তি ও অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। শরিয়ত সম্মত আইনে, অনেক বয়স্ক বা বৃদ্ধা নারীরা পরকালীন উপলব্ধির জন্য কবর জিয়ারত করতে পারেন তবে তরুণীরা কেন কবর জিয়ারত করতে পারেন না বা তাদের কি কবর জিয়ারত কি জায়েজ?







না, তরুণীদের জন্য কবর জিয়ারতে যাওয়া জায়েজ নেই। বয়স্ক বা বৃদ্ধা নারী কোনো ধরনের বিদআত এবং শরিয়তবহির্ভূত কোনো নিষিদ্ধ কাজ না করে; বরং পরকালীন উপলব্ধির জন্য কবর জিয়ারত করে, তাহলে তাদের জন্য জিয়ারত জায়েজ।







তবে নির্জন কবর কিংবা পারিবারিক কবর কাছ থেকে দেখা বা কবরস্থানে আসা-যাওয়া করা আত্মীয়ের জন্য নিষিদ্ধ নয়। তরুণীরা সব শর্ত রক্ষা করে নিকটজনের কবর জিয়ারতে যেতে পারেন।






