রেজাউল ইসলাম সেলিম; নওগাঁ :নিয়ামতপুরে ইটবাহী একটি ট্রাক্টরের সাথে ভুটভুটির সংঘর্ষে গাড়ী চালকসহ চার আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে। সড়ক দূর্ঘটনার এ ঘটনাটি ঘটে সোমবার বিকালে উপজেলার ধানসুরা মোড়ে।
আহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে জাহিদ (২১), আবুল কালাম আজাদের ছেলে টিপু সুলতান (২৬), সিরাজুলের ছেরে আবদুল গাফ্ফার (১৫) ও কাসের মন্ডলের ছেলে আবদুর রশিদ (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানাই, একটি ভুটভুটি নিয়ামতপুর থেকে গোমস্তাপুর যাওয়ার পথে ধানুসুরা চৌরাস্তা মোড় পার হওয়ার সময় একটি ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে ভুটভুটিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। এ সময় ভুটভুটিটি দমড়ে মুচড়ে যায় এবং আরোহীরা সড়কের উপর আছড়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।