ময়মনসিংহ প্রতিনিধিঃময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়রপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ছবি তোলার সময় দুই সাংবাদিককে মারধর করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরীপুর পৌরসভার শেখ লেবু সরকারি প্রাথিমক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন এনটিভির ক্যামেরাম্যান মাসুদ রানা ও ৭১ টিভির ক্যামেরাম্যান নুরুজ্জামান। এদিকে মাসুদ রানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরীপুর পৌরসভার শেখ লেবু সরকারি প্রাথিমক বিদ্যালয় কেন্দ্রের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. শফিকুল ইসলাম হবি ও বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সমর্থকরা কেন্দ্রের সামনে দখল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করে। ওই সময় নির্বাচনী দায়িত্বে থাকা সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে এনটিভি ও একাত্তর টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা হয়।
এ ঘটনায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, তিনি ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখছেন।