মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল-১১ টার সময় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আসন্ন পৌরসভার নির্বাচনী সহিংসতায় গত-১৭ জানুয়ারি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিপ্পন তালুকদার ও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হক জমদ্দারের সমর্থকদের মধ্যে বিবাদের জের ধরে আফসার সিকদার নিহত হয়।
আফসার সিকদারের নিহত হওয়ার ঘটনায় একটি কুচক্রী মহল মিথ্যা ও হয়রানিমূলকভাবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, হুমায়ুন বেপারী, রবিউল বেপরী, আলমগীর হোসেন, সিহাব বেপারীকে মামলায় আসামি করেছেন। অবিলম্বে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।