বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জের দ্বারিকা গ্রামে অবৈধভাবে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে ইট ভাটা। একটি গ্রামেই প্রায় ২৫ টির মত বৈধ-অবৈধ ইট ভাটা রয়েছে। সোমবার ওই গ্রামে অবৈধ ড্রাম চিমনি ব্যবহার ও পরিবেশ অধিদপ্তরর ছারপত্র না নিয়ে গড়ে ওঠা ৩টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই গ্রামের ফাইন ব্রিকস, রাজ ব্রিকস, নিশা ব্রিকস নামে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার। ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের (ঢাকা জেলা) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদেকুর রহমান সবুজ। এসময় উপস্থিত ছিলেন র্যাব-৮ এর ডিএডি মোঃ নূর ইসলাম। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম অভিযান পরিচালনায় সহায়তা করেন। এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।