নিজস্ব প্রতিনিধিঃরাজনৈতিক মামলায় হাজিরা দিয়েছেন জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার।
রবিবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজিরা দেন।
এসময় তার সাথে ছিলেন বিএনপি’র উত্তর জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক প্রমুখ।
আদালত সূত্রে জানাগেছে, ‘২০১৩ সালের ২৭ নভেম্বর নগরীর ইছাকাঠি সুরভী পেট্রোল পাম্পের সামনে থ্রি-হুইলার মাহেন্দ্রসহ বিভিন্ন গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ বাধা দিলে আসামিরা পুলিশের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করে।
এ ব্যাপারে বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। ২০১৪ সনের ৩১ অক্টোবর ১২৫ জনকে আসামি করে মামলার চার্জশিট দেন বিমানবন্দর থানার এসআই খন্দাকার মোঃ আবুল খায়ের।
রবিবার ধার্য তারিখে ওই মামলার আসামি হিসেবে মজিবর রহমান সরোয়ার, মেজবা উদ্দিন ফরহাদ, মনিরুল হাসান ফারুকসহ ১২৫ জন নেতাকর্মী আদালতে নিয়মিত হাজিরা প্রদান করেন।