তানিয়া রশ্মী :কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আ লোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন অতি পরিচিত ও জনপ্রিয় নাম সালমা আক্তার শিলা,
বরিশাল সিটি কর্পোরেশন এর ১৯,২০,২১ এর সংরক্ষিত আসনে কাউন্সিলর, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বরিশাল এর সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর শাখার সাবেক সদস্য সালমা আক্তার শীলা এর জন্মদিন আজ।
১৯৭৬ সালের এই দিনে বরিশাল শহরে জন্মগ্রহন করেন।
তিনি একাধারে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক। বহুগুণে গুণান্বিত এ মানুষটি বরিশাল সিটি কর্পোরেশন এর প্রত্যেকটি মানুষের কাছে খুব জনপ্রিয়।
সালমা আক্তার শীলা এর শুভ জন্মদিনে তার আগামীর পথ চলায় সফলতা কামনা করে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ক্রাইম ফোকাস.নেট’ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘ক্রাইম ফোকাস.নেট’ এর প্রকাশক ও সম্পাদক মো. শাখাওয়াত হোসেন ।