নিজস্ব প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আহদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বগাইল নামক স্থানে আইল্যান্ডের সঙ্গে বাসটির ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ৩ জনের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ।