বরিশাল প্রতিনিধি:বরিশালের বাবুগঞ্জে ভাঙ্গা ব্রিজের কারণে বছরের পর বছর ভোগান্তিতে পরেছে পাঁচ হাজার মানুষ। কিন্তু ব্রিজটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি জনপ্রতিনিধি বা কর্তৃপক্ষ।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া-রাজগুরু গ্রামের সংযোগস্থলে আমতলী খালের ওপর প্রায় দুই যুগ পূর্বে নির্মিত ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই ভাঙা ব্রিজ দিয়ে প্রতিদিন পার হচ্ছে স্থানীয় ৫ হাজার মানুষ। ব্রিজটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মু. মনোয়ারুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়রন ব্রিজের প্রকল্পের মধ্যে ওই ব্রিজটি অন্তর্ভুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার করে মানুষ চলাচল উপযোগী করা হবে।