সাঈদ ইব্রাহিম,পটুয়াখারীঃ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানের চেক বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ভিডিও ভার্চুয়াল এর মাধ্যমে অনুদানের চেক বিতরন উদ্বোধন করেন প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা নেছা ইন্দিরা এমপি। জেলা প্রশাসক দরকার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালকের কার্যালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর পটুয়াখালী এর ভারপ্রাপ্ত উপপরিচালক শাহিদা বেগম। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, সমাজ সেবা কার্যালয়ে উপপরিচালক শিলা রানী দাস। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধন কৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরে পটুয়াখালী সদর উপজেলার ১০ টি নিবন্ধন কৃত মহিলা সমিতির মধ্যে বিভিন্ন ক্যাটাকরীতে ৩ লক্ষ ৬০ হাজার টাকা অনুদানের চেক বিতরন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও মহিলা বিষয়ক সমিতির নের্তৃবৃন্দ। উল্লেখ্য পটুয়াখালী জেলার ৬ টি উপজেলার বিভিন্ন ক্যাটগরী ৭৭ টি মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক নিতরন করা হয়।