লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৩৮ জনকে গ্রেফতার করা হলো।গ্রেফতাররা হলেন- লালমনিরহাটের পাটগ্রামের আব্দুর রাজ্জাক বাবলা ও জিএম মানিক।
পুলিশ জানায়, রাতে বুড়িমারী থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। দুটি মামলায় তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ৩৮ জনের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড নেয়া হয়েছে। এ ছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মসজিদের খাদেমসহ চারজন।উল্লেখ্য, গত ২৯ অক্টোবর কোরআন অবমাননার গুজব রটিয়ে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি মামলা হয়েছে।