অারিফ হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধি:বাবুগঞ্জের জনপ্রিয় “সরকারি আবুল কালাম কলেজ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সংগঠন” এর পক্ষ থেকে ৫ম বারের মত অসহায় ব্যাক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের কার্য নির্বাহী কমিটির সভাপতি আবু সুফিয়ান’র নেতৃত্বে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয় জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক কর্মচারি বৃদ্ধ অাব্দুল রহিমের হাতে ৷ তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় বিছানায় পরে রয়েছেন। এসময় গ্রুপের কার্য নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এক সময়ের প্রাণচঞ্চল অাব্দুল রহিম এখন অসুস্থ ও বার্ধক্যের কারনে সহায় জীবনযাপন করছেন। বিষয়টি প্রক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সরকারি আবুল কালাম কলেজ সংগঠনের নজড়ে আসলে অসহায় ওই ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ভবিষ্যতেও কম বেশি তাকে সুযোগ সুবিধা দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর অাগেও সংগঠনটি ৫ জন অসহায় ব্যাক্তিকে অার্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তা দিয়েছে।
গত এক বছরে মানবিক ও সামাজিক কর্মকান্ডে উপজেলার শীর্ষে রয়েছে সংগঠনটি।
এছাড়া বৃক্ষ রোপন, অাবুল কালাম কলেজের একাদশ শ্রেনিতে ১১ জন মেধাবী শিক্ষার্থীর ভর্তি ফি দিয়ে ব্যাপক অালোচনায় অাসে সংগঠনটি।