ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃনবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে ফুলেল সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, পৌর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুর রহমান শফিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু এবং ছাত্রদল, যুবদল, মহিলা দল ও কৃষক দলসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান জিল্লুকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে অনুমোদন করা হয়।