বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের ইসলামপুরে গাঁজা বিক্রয়কালে একজনকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানার অাগরপুর তদন্ত কেন্দ্রের এস অাই মিনহাজ উদ্দীন। শনিবার সকালে জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুরে চায়ের দোকানের সামনে বিক্রয়কালে দশ গ্রাম গাঁজাসহ অাটক হয় জুয়েল মৃধা ( ৩৫)। অাটক জুয়েল গৌরনদী উপজেলার চন্দ্রাহার এলাকার নুরুল ইসলাম মৃধার ছেলে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-৮।
ওসি মিজানুর রহমান বলেন, গাঁজাসহ অাটকের ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অাইনে মামলা হয়েছে।