সাঈদ ইব্রাহিম,পটুয়াখালীঃ“বঙ্গবন্ধু‘র দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রদিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
আজ শনিবার দিবসটি উপলক্ষে সকাল ৭টায় স্ব স্ব সমবায় প্রতিষ্ঠানে সমবায় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিএম সরফরাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক লিঃ এর জেলা সভাপতি আবদুস সালাম খান, সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা।অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের অফিসারগণ, বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানে প্রতিনিধিবৃন্দ, সমবায় ব্যাংক লিঃ এর কর্মকর্তা, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।