বরিশাল প্রতিনিধি:বরিশালে ব্যাটারী চালিত অটোরিকশা উল্টে ফজল খান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে বরিশাল লাকুটিয়া সড়কের সারসী এতিমখানা সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলু খান বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্যানিটারি ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, দুপুরে ফজুল খান স্যানিটারি মালামাল নিয়ে বরিশাল থেকে রিকশাযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে লাকুটিয়া এলাকায় পৌঁছালে আটোরিকশা উল্টে তিনি গুরুতর আহত হন। স্থানীয়র তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফজলু খানের মরদেহ এখনও হাসপাতালে রয়েছে বলে জানান ওসি।