সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী ঃ ফ্রান্সে মহানবী(সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদের পটুয়াখালীর মহিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। বুধবার বেলা এগারোটায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর আয়োজনে মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শেখ রাসেল সেতুর উপরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লা মহিপুর থানা শাখার সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক ডা. সেলিম ও ছাত্র হিযবুল্লাহর সভাপতি সোহেল। বক্তারা, ফ্রান্সের সাথে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। এছাড়া দেশবাসীকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।