সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী ঃ মহামারি করোনা ভাইরাস (কোভিট-১৯) এর সম্ভাব্য দ্বিতীয় ঢেউ সংক্রমণরোধে ইমামদের করণীয় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী এর উপ-পরিচালক মোহাম্মাদ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌরমেয়র মহিউদ্দি আহমেদ। ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেনার মাওলানা মুহা. আবদুল হালিম এর স ালনে সভায় আলোচনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ আবু সাঈদ, সাধারন সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ আবদুল কাদের। সভায় জেলার বিভিন্ন মসজিদের প্রায় দুই শতাধিক ইমামগণ উপস্থিত ছিলেন। মহামারি করোনা ভাইরাস (কোভিট-১৯) এর সম্ভাব্য দ্বিতীয় ঢেউ সংক্রমণরোধে ইমামদের করণীয় ও প্রস্তুতি সভা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনষ্ঠিত হয়।