সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী ঃ“নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি” সহ বিভিন্ন শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারা দেশের ন্যায় শনিবার পটুয়াখালীত সকাল ১০টায় জেলা পুলিশ পটুয়াখালীর আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সমাবেশ পুলিশ সুপার মোহাম্মদ মইনুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন-৩২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সারোয়ার, পটুয়াখালী সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আকতার, মেয়র প্রতিনিধি পৌর কাউন্সিল দেলোয়ার হোসেন আকন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ।
এছাড়া শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন সরকারী কলেজের ছাত্রী দিপা দত্ত। বিট পুলিশিং সমাবেশে নারী পুরুষ শিক্ষার্থী, পুলিশের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন, ইমানগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ,আজ পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ৯১টি স্থানেজেলা পুলিশ পটুয়াখালী এর আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।