চট্টগ্রাম প্রতিনিধিঃ পটিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।গত রাত অনুমান ১২টার দিকে পটিয়া ইন্দ্রপুল বাইপাস এলাকায় কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামমূখী একটি কার্ভাট ভ্যানে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতার করা হয়েছে কাভার্টভ্যান চালক ভোলা জেলার চরফ্যাশন এলাকার মো. ইসমাইল ও গাড়ি চালকের সহকারী একই এলাকার মো. হোসেন মাঝির পুত্র মোজাম্মেল হক।পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক হয়ে প্রায় সময় ইয়াবার চালান পাচার হয়ে থাকে।মঙ্গলবার রাতে কাভার্ট ভ্যানে ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশ পটিয়া এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুর রহমানসহ পুলিশের একটি টিম ছিলেন।ইয়াবা উদ্ধারের ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।