মো. বেলাল হোসেন : শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট স্কুল এন্ড কলেজে ১০ দিন ব্যাপি “গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ” এর (১ম ধাপ) আয়োজন করা হয়। প্রশিক্ষণটি গত ০৪ অক্টোবর শুরু হয়ে ১৫ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। ৬৪ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, বরিশাল মোঃ আমমার হোসেন, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক, আনসার ও ভিডিপি, বরিশাল রেঞ্জ মোঃ আশরাফুল আলম। আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট, বরিশাল মোহাম্মদ রকিব উদ্দিন, মাে: শাহ আলম, সহকারী পরিচালক, বরিশাল রেঞ্জ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বরিশাল সদর, বরিশাল মেরিনা আক্তার। উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট, প্রশিক্ষণ ভাতা ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শেয়ার বিতরণ করা হয় ।