লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলা পরিষদের পাশে ওই কুরিয়ার সার্ভিস অফিসের সামনে বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক সড়কে ওই গাড়ি থামিয়ে এসব পণ্য উদ্ধার করেন পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়িতে ভারতীয় পণ্য যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ওই গাড়িটি আটক করে পুলিশ।
পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের উপস্থিতিতে বস্তাগুলো খুলে প্রায় ২ লক্ষাধিক টাকার ভারতীয় কাপড়, কসমেটিক, ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেন পুলিশ। ওই পণ্যগুলো পাটগ্রাম উপজেলার মিজানুর, রিয়াজুল ও মিলন নামে ৩ ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করেন।
এ ঘটনায় হাতীবান্ধা থানার এস আই আজিজুল ইসলাম আজিজ বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।