সাঈদ ইব্রাহিম,পটুয়াখালীঃপটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নে সূতাবাড়ীয়া সোনালী সংসদ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর আয়োজনে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় সূতাবাড়ীয়া খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী মো. মজিবর রহমান, এ্যাড. মো. ইকবাল হোসেন, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ূন কবির, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রনালয় গণপূর্ত অধিদপ্তর (আইন) প্রশাসনিক কর্মকর্তা মো.বদরুল ইসলাম, দৈনিক সকালের সময় ও একুশে টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি সাঈদ ইব্রাহিম, মো. রফিকুল ইসলাম ঝন্টু মিয়া,ওয়াহিদুল মিয়া, দুলাল মিয়া, দিপু মিয়া,রাসেল মিয়া, জুয়েল মিয়া,রাজা মনিরুল ইসলাম ও রাজা রুকুন। এ ছাড়া বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় অগ্রগতি একাদশকে দুই এক গোলে পরাজিত করে চিকনিকান্দি একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও রানার আপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার বিতরণ করা হয়।