নাটোর প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়া উপজেলার খিদ্র মালঞ্চি গ্রামে ছেলের স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার শুক্রবার (৯ অক্টোবর) তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূকে প্রাযই উত্যক্ত করতো শ্বশুর মিজানুর। অনেকদিন যাবৎ তার ছেলের বউকে কুপ্রস্তাব দিয় আসছে সে। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে গোয়াল ঘরের দরজা দেয়ার কথা বলে ভুক্তভোগীকে ডেকে নিয়ে ভুক্তভোগীর ওপর যৌন নিপীড়ন চালায় সে।
পরে শুক্রবার দুপুরে এই ঘটনায় বাগাতিপাড়া থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারী।
মামলার তদন্ত কর্মকর্তা ও বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, গতকাল শুক্রবার বিকেলের দিকে মামলা দায়ের হওয়ার পর অভিযান চালিয়ে আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে বিকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।