অারিফ হোসেন,বাবুগঞ্জ: বরিশাল- ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলাধীন রহমতপুর ব্রীজের নিচ থেকে মানসিক ভারসাম্যহীন ভাসমান যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোসাঃ মাসুদা (২০) উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের মালেক সরদারের মেয়ে বলে নিশ্চিত করেছে প্রতক্ষদর্শীরা ।
বুধবার সকাল ১০ টার দিকে ব্রীজের নিচে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে শেবাচিমে হাসপাতালে সুরাতহালের জন্য পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার এসি নাসরিন জাহান, ওসি জাহিদ বিন আলম, ওসি তদন্ত ফয়সাল আহমেদ। এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানায়, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে।