আমতলী প্রতিনিধি ঃ: ইনডেমনিটি’ নাটকের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে খাটো করার অপচেষ্টা ও অপপ্রচারের অভিযোগ এনে অভিনেতা সাজু খাদেমের কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সভা করেছে আমতলী উপজেলা ছাত্রদল।
ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সদস্য-সচিব ইমরান খানের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক সোহাগ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাজিব মৃধা মিশকাত রাজিব কাজী রিফাত মামুন সহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিনেতা সাজু খাদেমের বিচার দাবীর পাশাপাশি তাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনারও দাবী জানান।