নিজস্ব প্রতিনিধি ঃদৈনিক বরিশালের প্রহর অনলাইন পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল(২৭)সেপ্টেম্বর রবিবার সন্ধা ৭ টায় গড়িয়ারপাড় নব-আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে দিনটি উদযপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এয়ারপোর্ট থানা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: রেদওয়ান রানা,এয়ারপোর্ট থানা প্রেসক্লাব সিনিয়র সদস্য সাংবাদিক মো: মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো: রিয়াজ হোসেন, আবু বক্কর সিদ্দিক, মো: জামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক বরিশালের প্রহর অনলাইন পত্রিকার প্রকাশক মো: নাসিম শরীফ।অনুষ্ঠানে অতিথিদের সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।