নিজস্ব প্রতিনিধি:কমিউনিস্ট নেতা, মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জুনোকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
জুনোর মেয়ে অনন্যা লাবণী এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে ফেসবুকে এক পোস্টে লাবণী লিখেছেন, ভোর ৪টার দিকে তার বাবার হঠাৎ কাশি শুরু হয় এবং অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে দেন।
নিউমোনিয়ার মধ্যে হার্ট অ্যাটাক হওয়ায় গেল ১৫ সেপ্টেম্বর রাতে ৭৬ বছর বয়সী হায়দার আনোয়ার খান জুনোকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গেল কয়েকদিন তার শারীরিক অবস্থা কিছু স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার ভোরে আবারও অবস্থার অবনতি হ বলে জানান লাবণী।
বিশিষ্ট কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনোর ছোট ভাই জুনো ১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তাদের পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে। বাবা হাতেম আলী খান ছিলেন একজন প্রকৌশলী। নানা প্রখ্যাত রাজনীতিবিদ সৈয়দ নওশের আলী।