বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশায় ব্যক্তি উদ্যোগে মহনগঞ্জ টু বাবুগঞ্জ সড়কে ৬শত তালের বীজ বপন করা হয়েছে। শনিবার সকালে প্রাকৃতিক দূর্যোগ প্রশমনকল্পে হাতে নেয়া তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অানিসুর রহমান সবুজ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাকির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এই মহতী উদ্যোগটি নিজ অর্থে বাস্তবায়ন করেছেন ইউনিয়নের ঘটকেরচর গ্রামের অাব্দুল অাজিজের ছেলে মোঃ নুরে অালম। তিনি ঢাকায় একটি প্রাবেট প্রতিষ্ঠানে চাকরি করেন।