“তবুও থাকবো “
নাসরিন জাহান
মনের মরন নেই কো
দেহ মরে যায় চলে গেলে শ্বাস,
মন সেতো আজীবন থাকে
মনের মানুষের কাছে এটাই বিশ্বাস।
সেই বিশ্বাসের মাঝেই একদিন
মন নিয়ে এ দেহ ত্যাগ করবো,
তাই বলে কি মরণই শেষ
একদম পৃথিবীথেকে বিলুপ্ত হয়ে যাবো?
হ্যাঁ সেদিন দেহ হয়ে যাবে লাশ
কিন্তু মনে মনে বইবে বিশুদ্ব শ্বাস,
আর সেই মন আত্না হয়ে
ঘুরে দেখবো সকলের চারপাশ।
হয়তো সেদিন আর থাকবেনা
পৃথিবীর মাঝে আমার এই ক্ষুদ্র নাম,
হয়তো আর ঘটা করে ডাকবনা
খুব চেনা মুখগুলোকে আর বারবার।
সেদিন পথিক হবো না খুঁজতে একবার
খুব করে দেখতে হাঁটবো না কোনো জনপদে,
বাজবেনা আর কারো কানে কথা মোর
হয়তো আর রাখবো না চোখ কারো চোখে।
করবোনা আর কাউকে করুন মিনতি
রাখতে চাইবোনা হাত আর শক্ত করে বিশ্বাসে ধরে,
সেদিন শ্বাসহীন লাশকে বিদায় করে
সবার হোক প্রশান্তি হৃদয় থাকুক সুখ ঘিরে।
পৃথিবী ছেড়ে চলে যাবো
তাতে ক্ষতি নেই দেহ ছেড়ে লাশ হবো
আত্নাটাকে মন বানিয়ে
আজন্মকাল পাশে থেকেই ভালোবাসবো হাজারবার।
দেহের মাঝে মন আকড়ে থাকে
মনের মাঝেই তো থাকে ঐশ্বরীক ভালোবাসা,
সেই ভালোবাসা মরন মুছে দিবে
ভালোবাসা এতই ঠুনকো হারানো কি সোজা?
হুম বলে দিলাম তবুও থাকবো………………….