সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে দুই দিনে আরো ৯৯ জনকে ৬০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জেলায় ১১৫৫ জনকে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে রোববার সকাল থেকে সোমবার গভীর রাত পর্যন্ত জেলার উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, কাজিপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে ৯৫টি মামলায় ৯৯ জনকে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।