. ভালোবাসা
মো:আনিচুর রহমান
ভালোবাসা,,,সে তো মনের গহীন থেকে আসে,
শত চেষ্টা করেও তাকে বাধ মানানো যায় না।ভালোবাসা,,,,সে তো অফুরন্ত,,,
যার গভীরতার নেই কোনো সীমারেখা।
ভালোবাসা,,,সে তো অজ্ঞ,,,,
সময়-অসময়,ভালো-খারাপ, বিচার করে না সে,,
“”যুগে যুগে যে হানাহানি হয়েছে,,
শত প্রেমিকের জীবন গিয়েছে””
ভালোবাসা অজ্ঞতারই সে ফল।
ভালোবাসা,,,সে তো এক মোহ,,,,
যার কবলে হাজারও যুবক আজ নি:স্ব।
ভালোবাসা,,,সে তো কান্নার নাম,,,
সে তো মিথ্যে ভালোবাসা শেষ পরিনাম।
ভালোবাসা,,,সে তো ধ্বংসলীলা,,,,
নেশা আর আত্মহত্যা ভালোবাসারই এক খেলা।
“”ভদ্র ছেলেটি নেশা ধরেছে,,
প্রেমিক-প্রেমিকা ফাঁস দিয়েছে”””
সবকিছুর দায়ী শুধু ভালোবাসারই হেলা।
ভালোবাসা,,,সে তো এক মায়া,,,,
দিতে হবে,নিতে হবে,এটাই তার লীলা,,
“”””যদি সেটা হয় ভাইবোন,,
কিংবা আত্মীয়স্বজন “”””
পাবে তুমি বৃক্ষের ন্যায় তাদের থেকে ছায়া।
ভালোবাসা,,,সে তো এক বেহেস্তের নাম,,
মা-বাবাকে ভালোবেসে পেয়েছে অনেকে অলির দাম।।।।।।।।।।
“”সঠিক চিন্তা,সঠিক ভাবনা,,
হোক আমাদের নিত্যচলা””