সাঈদ ইব্রাহিম,পটুয়াখালীঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করেনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত ওই নারীর বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের দুটি বাড়ি লকডাউন ঘোষনা করেছে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগবন্ধু মন্ডল। এসময় ওই বাড়ির ১১ সদস্যকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, দীর্ঘদিন ধরে সে লিভার সিরোসিস রোগে আক্রান্ত। গত তিন দিন আগে তাকে বরিশাল শের-ই -াংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় । কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম¥দ শহিদুল হক জানান, মৃত্যু নারী করোনায় আক্রান্ত হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার দাফন করোনা রোগীদের রীতি অনুয়ায়ী সম্পন্ন করা হবে।