নিজস্ব প্রতিনিধিঃকরোনাভাইরাস পরিস্থিতিতে সদস্যদের ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার ভিডিও কনফারেন্সে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, করোনাভাইরাসের পরিস্থিতির কারণে ১৩ এপ্রিল দায়িত্ব নিয়ে সভাপতি এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে কনফারেন্স করে সদস্যদের জন্য বিনা সুদে ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন সদস্যদের ২৫ এপ্রিলের মধ্যে সরাসরি কিংবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এছাড়া সমিতির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
ফলাফল ঘোষণার পর এক মাসের পর গত সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এক সীমিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করে নতুন কমিটি। ১১ ও ১২ মার্চ দুই দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।