নিজস্ব প্রতিনিধিঃবাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার দুপুরে ৩০তম আইজিপি হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
পরে পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম কর্মকর্তা সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এর স্থলাভিষিক্ত হলেন।
আইজিপি হিসেবে যোগদানের আগে ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক ছিলেন।
এর আগে ড. বেনজীর আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।