এম মনিরুজ্জামান হিরোন. বাউফল : পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসের লক্ষন নিয়ে নাসির মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক ঢাকার একটি মালিকানা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চারদিন আগে জ্বর সর্দি-কাশি নিয়ে ঢাকা থেকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউপির মহাশ্রাদ্ধি গ্রামে শ্বশুর বাড়িতে এসেছেন। সোমবার তার অবস্থার অবনতি ঘটে এবং রাত ১২টার দিকে মারা যান। মৃত নাসির মোল্লার (৪০) গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউপির পশ্চিম পাতাবুনিয়া গ্রামে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সকল ধরনের লক্ষণ তার মধ্যে রয়েছে। নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হচ্ছে। পরিবার সহ তার সংস্পর্শে যারা এসেছেন তাদের প্রাথমিকভাবে হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, মৃত ব্যক্তির ফলাফল পজেটিভ আসলে ওই এলাকাটি লকডাউন করা হবে।