কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার শহরতলীর হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর নিচে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশুটার গান, তিনি রাউন্ড গুলি, ছয়শ’ ইয়াবা উদ্ধার করেছে।
নিহত শহর আলী কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এক ডজন মাদকের মামলা রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় মাদক ব্যবসায়ীরা শেখ রাসেল সংযোগ সেতুর নিচে ইয়াবা বিক্রি করছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশের একটি টহল দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এক পর্যায়ে পিছু হটে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।পরে গুলিবিদ্ধ শহর আলীকে হাসাপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।