ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠিতে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের আড়াই টন চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন।
রোববার রাতে সদর উপজেলার বাসন্ডা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনিরুজ্জামান মনিনের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। তিনি জেলা মেম্বারস ফোরামেরও সভাপতি।
ঝালকাঠির ডিসি মো. জোহর আলী বলেন, চালগুলো সরকারি বস্তা থেকে অন্য বস্তায় ভরা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায় স্থানীয়রা। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৫শ’ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় মনির বাড়িতে ছিলেন না।
ডিসি আরো বলেন, চালগুলো জিম্মায় রাখার ব্যবস্থা করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে চালগুলো নিজের টাকায় কিনে এখানে রেখে যান বলে জানিয়েছেন ইউপি সদস্য মনিরের মা।